রাজশাহী বিভাগসারাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশগ্রহণে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ায় সভা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে Foreign Ministry Working Retreat পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’য় আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানের অংশ হিসেবে আরডিএ, বগুড়া’র কার্যক্রম সম্পর্কিত উপস্থাপনায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাসুদ বিন মোমেন সহ উক্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ। আরডিএ, বগুড়া’র সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদ উক্ত সেশন সভাপতিত্ব করেন।
মহাপরিচালক মহোদয় তাঁর বক্তব্যে একাডেমী কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তিসমূহ আন্তর্জাতিক পরিমন্ডলে পৌঁছে দেয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উক্ত মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে এমন আয়োজন করার ক্ষেত্রে আরডিএ’কে বেছে নেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একাডেমীর যুগ্ম-পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামাণিক উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে একাডেমীর সার্বিক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষভাগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অত্র একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদ কে শুভেচ্ছা স্মারক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মুদ্রিত নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি প্রদান করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button