স্বাস্থ্য

শিশুর অ্যাজমার ৮ টি লক্ষণ

আপনি হয়তো চিন্তাও করেন না যে শিশুদের অ্যাজমা বা হাঁপানি হতে পারে।কিন্তু অ্যাজমায় আক্রান্ত ৮০ শতাংশ শিশুর বয়স ৫ বছর হওয়ার পূর্বেই হাঁপানির উপসর্গ প্রকাশ পেয়ে থাকে।

অ্যাজমা হচ্ছে শ্বাসনালী অথবা ব্রঙ্কিয়াল টিউবের প্রদাহ।ব্রঙ্কিয়াল টিউবের মাধ্যমে আপনার ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং বের হয়।যখন উপসর্গের তীব্রতা বেড়ে যায়, শ্বাসকার্য অধিক কষ্টকর হয়।বড় শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে হুইজিং (বাঁশির মতো শব্দ) হচ্ছে একটি কমন উপসর্গ।কিন্তু শিশুদের হুইজিং ছাড়াও অ্যাজমা হতে পারে।

আপনার বেবির অ্যাজমার প্রথম লক্ষণ কোনো রেসপিরেটরি ইনফেকশন দ্বারা ট্রিগার হতে পারে।যদি আপনার শিশুর কোনো ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন বিকশিত হয়, তাহলে অ্যাজমার লক্ষণ আছে কিনা দেখুন।শিশুর বায়ুপথ প্রাপ্তবয়স্কের তুলনায় অনেক ছোট, তাই ছোট প্রদাহেও তাদের শ্বাসকার্যে সমস্যা হতে পারে।

শিশুর অ্যাজমার প্রধান প্রধান উপসর্গসমূহ হচ্ছে:
→ শ্বাসকার্যে কষ্ট হয়।আপনি লক্ষ্য করতে পারেন যে আপনার শিশুর পেট শ্বাসকার্যের সময় স্বাভাবিকের চেয়ে বেশি নড়ছে এবং নাসারন্ধ্র প্রশস্ত হতে পারে।
→ স্বাভাবিক অ্যাক্টিভিটির সময় দ্রুত বা ঘনঘন শ্বাস নেওয়া।
→ বুকে হুইজিং বা হুইসেলের মতো শব্দ হওয়া।
→ ঘনঘন কাশি হওয়া।
→ দ্রুত অগভীর শ্বাস নেওয়া।
→ ক্লান্তি অনুভব করা।আপনার শিশু তাদের প্রিয় অ্যাক্টিভিটির প্রতি আগ্রহ নাও দেখাতে পারে।
→ খেতে বা চুষতে কষ্ট হওয়া।
→ মুখ বা ঠোঁট বিবর্ণ বা নীল হতে পারে।আপনার বেবির আঙ্গুলের নখও নীল হতে পারে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button