সারাদেশ

আদমদীঘির করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের শ্বশুর বাড়ি দুপচাঁচিয়ায় করোনা উপসর্গ সন্দেহে আরও ৪জনের স্যাম্পল গ্রহণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত আদমদীঘির শাঁওইল গ্রামের পুলিশ সদস্য আহসান হাবীবের শ্বশুরবাড়ি দুপচাঁচিয়া হাপুনিয়া গ্রামের ইব্রাহীম আলী বিরোর ছেলে শ্বশুর ফেরদৌস হোসেন(৪১), শ্বাশুড়ি ফ্রেন্সি বেগম(৩৭), শালিকা ফারহানা বেগম(১৫), ফৌজিয়া খাতুন(৯) এর করনো উপসর্গ সন্দেহে স্যাম্পল গ্রহন করা হয়েছে। ১৯এপ্রিল রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটরী টেকনিশিয়ান আবু বক্কর ছিদ্দিক ও ইপিআই টেকনিশিয়ান রফিকুল ইসলাম স্যাম্পল সংগ্রহ করে বগুড়ায় প্রেরণ করেছেন। উল্লেখ্য গত ১৭এপিল শুক্রবার দুপচাঁচিয়ার হাপুনিয়া গ্রামের করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য আহসান হাবীবের শ্বশুর বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন করেন। অপরদিকে উপজেলার মাজিন্দা গ্রামের গৃহবধু তানজিলা বেগমের করোনা সন্দেহে গৃহিত স্যাম্পলের রিপোর্টে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button