আন্তর্জাতিক

বাঙালী পরিচয়কে ধর্মের ভিত্তিতে ভাঙ্গা অসম্ভব ! অমর্ত্য সেন

নোবেল বিজয়ী ভারতের অর্থনীতিবিদ অমর্ত্য সেন মঙ্গলবার কলকাতার ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তৃতা করেন। বিষয় ছিল বাঙালী হওয়া। তার বক্তব্যের মাঝপথেই পাশের শ্রোতার স্বগতোক্তি, ‘পশ্চিমবঙ্গের সব বাঙালীকে ধরে এনে এই বক্তৃতাটা শোনানো উচিত!’ কেন, এক বাক্যে সেই প্রশ্নের উত্তর দিলে বলতে হয়, ‘বাঙালী’ পরিচিতির তন্তুর মধ্যে হিন্দু-মুসলিম উভয়েরই বৈশিষ্ট্য এমনভাবে জড়িয়ে আছে যে এই পরিচিতিকে ধর্মের ভিত্তিতে ভাঙ্গা অসম্ভব, এই একটা কথা দ্ব্যর্থহীনভাবে বললেন অধ্যাপক সেন। আনন্দবাজার পত্রিকা।

হিন্দুঘরে যাবতীয় পূজা-পার্বণে লাগা বাংলা ক্যালেন্ডার যদি তার একটা উদাহরণ হয়, অর্থনীতি তার অন্যদিক। ইংরেজীতে দেয়া বক্তৃতায় ষোড়শ শতাব্দীর চ-ীমঙ্গলের প্রসঙ্গ টেনে অমর্ত্য সেন বলে বঙ্গে মুসলিম আগমনে হিন্দুরা অসন্তুষ্ট হননি, বরং খুশি হয়েছিলেন, কারণ অর্থনৈতিক কর্মকা- বাড়ায় বাঘের উৎপাত কমেছিল বহুলাংশে। যে ঢাকার মসলিন এক কালে বিশ্বব্যাপী প্রসিদ্ধি লাভ করেছিল, এমনকি, অ্যাডাম স্মিথকে দিয়েও বলিয়ে নিয়েছিল বাংলার সমৃদ্ধির কথা, তা তৈরি হয়েছিল হিন্দু-মুসলমানের সহযোগিতায়।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button