রাজশাহী বিভাগসারাদেশ

লালপুরে সরকারি ডহর বন্ধ করে পুকুর নির্মানের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ, মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বিলের পানি নিস্কাশনের পথ বন্ধ করে সরকারি ডহরে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার কয়েকশ’কৃষক। দুপুরে উপজেলার বিলশলিয়া এলাকায় খনন করা পুকুরের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এলাকাবাসী অভিযোগ করেন,জমির মালিক নঈমুদ্দিনের ছেলে শরীফ আহমেদ লিংকন প্রশাসনিক কর্মকর্তা হওয়ায় এলাকার কৃষকের আপত্তি উপেক্ষা করে প্রভাব খাটিয়ে নিজের জমি ও সংলগ্ন সরকারি ডহর দখল করে পুকুর খনন করেন।এর ফলে আসন্ন বর্ষা মৌসুমে বিলের হাজার হাজার বিঘা জমি জলাবদ্ধতার কবলে পড়ে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে।বিক্ষুদ্ধ এলাকাবাসী অবিলম্বে ডহর থেকে মাটি অপসারণ করে সেটি উন্মুক্ত করে দেয়ার দাবি জানান।রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত শরীফ উদ্দিন নিংকন জানিয়েছেন,বিষয়টি সেখানকার প্রশাসন খতিয়ে দেখবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button