আন্তর্জাতিক

অ্যামাজনে আগুন: ২২ মিলিয়ন ডলারের প্রস্তাব ফেরাল ব্রাজিল

অ্যামাজনের আগুন নিয়ন্ত্রণে জি-সেভেন ভুক্ত দেশগুলো দেওয়া ২২ মিলিয়ন ডলারের সহায়তা প্রস্তাব ব্রাজিল গ্রহণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।

সোমবার জি-সেভেন এর শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানান, অ্যামাজন বনের আগুন নিয়ন্ত্রণে এই অর্থ ব্যয় করা হবে।

তবে ব্রাজিলের সরকারি কর্মকর্তারা কেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে; তার এখনো কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায় নি।

‘ দেশটির প্রেসিডেন্ট বোলসোনারো ফ্রান্সের তীব্র সমালোচনা করে বলেন ‘ দেশটি আমাদের সাথে উপনিবেশের মতো আচরণ করেছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, অ্যামাজনের আগুন নিয়ন্ত্রণের বাইরে নয়। জি-সেভেন এর সহায়তার বিষয়ে মন্তব্য করে বোলসোনারোর চিফ অফ স্টাফ, অ্যানিক্স লোরেঞ্জনি বলেন: সংস্থাগুলোর ইউরোপের বনাঞ্চলের জন্য আরও প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো গত সপ্তাহে অ্যামাজন বনের আগুন নিয়ন্ত্রণকে ‘আন্তর্জাতিক সংকট’ বলে মন্তব্য করেন।

দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ‘ইনপ’র তথ্যমতে, অতীতে কখনো অ্যামাজনে এতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। চলতি বছরেই প্রথম আট মাসে রেকর্ডসংখ্যক আগুন লাগার ঘটনা ঘটেছে অ্যামাজনে।

দেশটির পরিবেশবীদরা বলেন: সমালোচকরা পরিবেশবিরোধী বক্তৃতা দিয়ে অ্যামাজন বন আরো হুমকির সম্মুখীন করে তুলেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button