আন্তর্জাতিক

আইসোলেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্তের সন্দেহে আইসোলেশনে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনাভাইরাসে আক্রান্তের পরে সন্দেহ থেকেই আইসোলেশনে গিয়েছেন তিনি।

গত কয়েকদিন ধরেই নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শে ছিলেন নেতানিয়াহু। ফলে তার আক্রান্তের আশঙ্কা জোরদার হয়েছে। ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে। বাড়ি থেকে ভিডিওর মাধ্যমেই বেশিরভাগ কাজ করছেন তিনি।

নেতানিয়াহুর দফতর থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণের রিপোর্ট না পাওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবেন তারা। তারা আরো জানান, নেতানিয়াহু করোনায় আক্রান্ত হননি বলেই আশা করা হচ্ছে।

সূত্র- পার্সটুডে

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button