আন্তর্জাতিক

আগস্ট থেকে ফ্লাইট চালু করবে নেপাল

নেপালের সরকার আগস্ট থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

পর্যটন মন্ত্রী যোগেশ ভট্টারাই বলেন, ১৭ আগস্ট থেকে ফ্লাইট চালুর অনুমতি দেবে সরকার। খবর এপির।

তবে কোন দেশের যাত্রী সেদেশে ভ্রমণ করবেন এবং সেদেশ থেকে কোন কোন দেশে ফ্লাইট চলবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় গত মার্চ থেকে নেপালে পুরো লকডাউন চলাকালে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়।

শুধু নেপালে আটকাপড়াদের নিজদেশে ফেরত এবং অন্যদেশে আটকাপড়া নেপালিদের সেদেশে ফিরিয়ে আনতে চার্টার্ড এবং প্রত্যাবাসন ফ্লাইটের অনুমতি দেয়া হয়।

ব্যবসা বাণিজ্য চালু ও সরকারি অফিস শুরু করতে গত মাস থেকে সরকার লকডাউন শিথিল করে নেয়। এখনও স্কুল বন্ধ রয়েছে এবং গণপরিবহনের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা আছে।

নেপালের বিভিন্ন শহরে ভ্রমণের জন্য জনগণকে বিশেষ অনুমতি নেয়ার প্রয়োজন হয়।

দেশটিতে ১৭ হাজার ৮৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৪০ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button