আন্তর্জাতিক

আবারো নিখোঁজ হলেন কিম জং উন

আবারো নিখোঁজ হয়েছেন রহস্যময় নেতা উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। গত তিন সপ্তাহ ধরে আবারো জনসম্মুখে আসা বন্ধ করে দিয়েছেন তিনি। এমনকি দেশটির সংবাদমাধ্যমেও তাকে নিয়ে কোনো সংবাদ প্রকাশিত হচ্ছে না।

কোরিয়া রিস্ক গ্রুপের প্রধান নির্বাহী শাদ ও’ক্যারল জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার পর উন সবচেয়ে কম জনসম্মুখে এসেছিলেন ২০১৭ সালে। ওই বছর তাকে ২১ বার জনসম্মুখে দেখা গিয়েছিল।

অবশ্য দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিশ্বাস করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণে কিম জং উন জনসমাবেশ এড়িয়ে চলছেন। করোনা প্রাদুর্ভাবের কারণে অনেক সরকারি অনুষ্ঠান বাতিল করেছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রীর কাছে শুক্রবার উনের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে উনের জনসম্মুখে কম উপস্থিতি নতুন কিছু নয়।

গত ১২ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত উনকে জনসম্মুখে দেখা যায়নি। ওই সময় কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন উন। অস্ত্রোপচারের পর তার অবস্থা সংকটজনক। আবার কেউ কেউ দাবি করেন, মারাই গেছেন নেতা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ২ মে জনসম্মুখে হাজির হন জং উন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button