আন্তর্জাতিক

ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯

ইতালিতে প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গতকাল শনিবার দেশটিতে নতুন করে ২৩৯ জন কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১২৮ জনে। বাড়ছে মৃতের সংখ্যাও; গতকাল এ রোগে প্রাণ হারিয়েছেন আটজন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।
গতকাল দেশটির স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।ইতালির উত্তরাঞ্চলীয় লম্বার্ডি অঞ্চলে নভেল করোনাভাইরাসে প্রকোপ সবচেয়ে বেশি। ভয়াবহ এই ভাইরাসের আক্রমণে বিশ্বের বিভিন্ন দেশের মতো ইউরোপীয় এই দেশটিতেও অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে পর্যটন খাত। এরই মধ্যে পর্যটনশহরগুলোর অনেক হোটেলের বুকিং বাতিল হয়ে গেছে। যার প্রভাব আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
এরই মধ্যে আক্রান্ত শহরগুলোতে অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হলসহ জনসমাগম স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাদুর্ভাব ঠেকাতে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করতে বলছে দেশটির কর্তৃপক্ষ।দেশটিতে প্রায় দুই লাখ বাংলাদেশী বসবাস করেন। যাদের অনেকেই ভ্রাম্যমাণ ব্যবসার সঙ্গে যুক্ত।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button