আন্তর্জাতিক

ইরানকে ধ্বংস করতে ৮ ঘণ্টাই যথেষ্ট: সৌদি প্রিন্স

ইরানকে ধ্বংস করতে সৌদি আরবের মাত্র ৮ ঘণ্টা লাগবে বলে দাবি করেছেন দেশটির প্রিন্স আব্দুল্লাহ বিন সুলতান বিন নাসের আস-সাউদের।

তার দাবি, ইরানের সামরিক শক্তির চেয়ে তার দেশ সৌদি আরব অনেক এগিয়ে রয়েছে এবং যুদ্ধ শুরু হলে রিয়াদ মাত্র আট ঘণ্টার মধ্যে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম হবে।

আরবি ভাষায় লেখা এক টুইটার পোস্টে গত বৃহস্পতিবার ওই সৌদি প্রিন্স এ দাবি করেন।

২০১৬ সালে সম্প্রচারিত সৌদি আরবের চ্যানেল-২৪ এ সম্প্রচারিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি একথা বলেছেন।

ওই প্রতিবেদনে সৌদি আরবের এফ-১৫ জঙ্গিবিমান এবং ইরানের এফ-৪ ফ্যান্টম জঙ্গিবিমানের তুলনা করে সৌদি আরবের একজন বিশ্লেষক বলেছিলেন, ইরানের অস্ত্র ও সামরিক যন্ত্রপাতি অনেক পুরনো; সে তুলনায় সৌদি আরবের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম অনেক আধুনিক।

২০১৫ সালে সৌদি আরব প্রতিবেশী দারিদ্রপীড়িত ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালায়। এরপর চার বছর পার হয়ে গেলেও সে যুদ্ধে বিজয় লাভ করা তো দূরের কথা যে সমস্ত লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল তার একটিও অর্জন করতে পারেনি সৌদি সরকার।

এ অবস্থায় নিউ ইয়র্ক টাইমস গত জুলাই মাসে এক প্রতিবেদনে বলেছে, ইয়েমেনে আটকে গেছে সৌদি আরব। ইয়েমেন নিয়ে যখন সৌদি আরবের এই অবস্থা তখন ইরান নিয়ে সৌদি প্রিন্স আব্দুল্লাহ বিন সুলতানের বক্তব্যকে নিতান্তই বাগাড়ম্বর বলে গণ্য করা হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button