আন্তর্জাতিক

ঈদের জামাত হচ্ছে না আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরেও বন্ধ থাকবে মসজিদ। ফলে ঈদের জামাত মসজিদ কিংবা ঈদগাহে হবে না। তবে ঈদের নামাজের ১০ মিনিট আগে মসজিদে মসজিদে তাকবির প্রচার করা হবে।
বৃহস্পতিবার দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে এ কথা জানানো হয়।
ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্টসের মুখপাত্র শেখ আবদুল রহমান আল শামসি বলেছেন, “ঈদের দিন নামাজের জন্য কোনও খুতবা হবে না।”
তিনি আরব আমিরাতের সকল নাগরিককে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া প্রিয়জনদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত থাকার আহ্বান জানান।
প্রতিবেদনে বলা হয়, ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায় করার সঙ্গে ঈদ উদযাপনে পার্টি ও উৎসব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
কোনো ধরনের গণজমায়েত করলে ১০ হাজার দিরহাম এবং জমায়েতে অংশ নিলে পাঁচ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে।
এদিকে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের দেশটির স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডা. ফরিদা আল হোসানি নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাগুলো মেনে চলতে জোর তাগিদ দেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button