আন্তর্জাতিক

এবার ভিসা নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র থেকে ফিরে যাওয়া লোকজনকে গ্রহণে অযৌক্তিকভাবে বিলম্ব কিংবা তাদের ঢুকতে দিতে অস্বীকার করা দেশগুলোর ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে লেখা একটি স্মারকে চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কথা উল্লেখ করে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করা বিদেশি নাগরিকদের প্রত্যাবাসন নিশ্চিত করা প্রয়োজন।”রয়টার্স।
যদি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সিদ্ধান্তে আসে যে ফেরত যাওয়া নাগরিকদের কোনো দেশ গ্রহণ করছে না কিংবা চলমান মহামারীতে প্রয়োজনীয় সাড়া দিতে বিলম্ব কিংবা বাধাগ্রস্ত করছে, তবে সাত দিনের মধ্যে সেই দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার পরিকল্পনা শুরু করতে হবে পম্পেওকে।
তবে এই নির্দেশনায় কোনো দেশেরই নাম উল্লেখ করা হয়নি।
গত ২১ মার্চ নতুন সীমান্ত আইন বাস্তবায়ন করে ট্রাম্প প্রশাসন। এতে অজুহাত হিসেবে করোনাভাইরাস মহামারীর কথা উল্লেখ করা হয়েছে।
মানসম্মত অভিবাসন প্রক্রিয়া ছাড়াই যে কোনো লোককে দ্রত বের করে দিতে পারবে মার্কিন প্রশাসন। নতুন এই প্রক্রিয়া বাস্তবায়ন শুরু হওয়ার পর থেকে ৭০০ অভিবাসনপ্রত্যাশীকে মেক্সিকোতে তাড়িয়ে দেয় তারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button