আন্তর্জাতিক

করোনাভাইরাসের কারনে ইতালিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে ইতালির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মার্চের মধ্যে সময় পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির সংবাদ সংস্থা এনএসএ ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরএআই এ তথ্য জানিয়েছে।

তবে দেশটির শিক্ষামন্ত্রী লুসিয়া আযযোলিনা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে এটি জানা যাবে।

ইতালির সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চল। আর ১০ দিন আগেই সেখানকার স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে দুই হাজার ৫০০ করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা গেছে। এছাড়া মারা গেছে ৭৯ জন।

দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাডাফোরা জানান, করোনার প্রাদুর্ভাব কমাতে সামনের মাস থেকে সমস্ত দর্শক ছাড়াই সিরিআ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button