আন্তর্জাতিক

করোনায় ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার সাবেক এক ইরানি রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে। তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া এক বার্তায় ইরান কর্তৃপক্ষ হাদি খোসরো শাহী নামের ওই রাষ্ট্রদূতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর ‘তেহরান টাইমস’।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

চীনের সীমা অতিক্রম করে ইতোমধ্যে বিশ্বের প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

মধ্যপ্রাচ্যের দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এর মধ্যে আড়াইশ ছাড়িয়ে গেছে। আর করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৬ জন।

এ দিকে ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন। এ ভাইরাসের বিস্তার ঠেকানোর লড়াইয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে ইরান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button