আন্তর্জাতিক

করোনায় ফ্রান্সে রেকর্ড সংখ্যক মৃত্যু

করোনা ভাইরাসে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩৩ জন। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
ফ্রান্সে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে ৮ হাজার ৯ শ ১১ জন। আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ১০০ জন।
এ বিষয়ে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ার ভেরান বলেন, “আমরা এখনো এই মহামারীর শেষে পৌঁছায়নি।”
সোমবার কয়েকদিন কমার পর ইতালিতে মৃত্যুর সংখ্যা আবারো বেড়েছে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার৫৪৭ জন।
এদিকে করোনা সংকটের মধ্যে পুরো ইউরোপের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জার্মানির ভাইস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। সোমবার তিনি বলেন, ইউরোপে এই মহামারী বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা অর্থনৈতিকভাবে ইউরোপের সকল দেশকে সহায়তা করবো।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৪৫ হাজার ৭২৬ জন। মারা গেছেন ৭৪ হাজার ৬শ ৪৭ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button