আন্তর্জাতিক

করোনায় ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। রোববার (১৮ এপ্রিল) টানা চতুর্থ দিনের মতো ২ লাখের অধিক এবং এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত করেছে দেশটি।

বর্তমানে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে।

এদিকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে রেকর্ড এক হাজার ৫০১ জন মানুষ। বর্তমানে মোট মৃতের সংখ্যা এক লাখ ৭৭ হাজার ১৬৮ জন।

ভারতে বর্তমানে আক্রান্ত অসুস্থ রোগীর সংখ্যা ১৮ লাখ এক হাজার ২৯৮ জন এবং এই পর্যন্ত মোট সুস্থ হয়েছে এক কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন।

গত জানুয়ারি মাসে প্রতিবেশী দেশটি দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে চলে এলেও বর্তমানে প্রতিদিনই দুই লাখের ওপরে নতুন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে।

১৬ জানুয়ারি থেকেই করোনার টিকা উৎপাদনকারী দেশটি সারাদেশ জুড়ে গণটিকা দান কার্যক্রম শুরু করে। দেশটিতে এ পর্যন্ত প্রায় ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দেশটিতে কোভিড পরীক্ষা কার্যক্রম আরও জোরদার করেছে। এই পর্যন্ত ২৬ কোটি ৪০ লাখ করোনা টেস্ট সম্পন্ন করেছে ভারত।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button