আন্তর্জাতিক

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৩৫৬। মৃত্যু হয়েছে ২৭৩ জনের।
রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৯০৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৪ জন মারা গেছেন। শনিবার ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তিনি ইঙ্গিত দেন দেশব্যাপী চলতে থাকা লকডাউন আরও দুসপ্তাহ বাড়তে পারে। এনডিটিভি।
কোভিড-১৯ সংক্রমণ রুখতে ভারতে গত ২৫ মার্চ শুরু হয়েছে দেশব্যাপী সম্পূর্ণ লকডাউন। সেই ২১ দিনের লকডাউন শেষ হওয়ার কথা ১৪ এপ্রিল। যদি লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হয় তাহলে দেশটির অর্থনীতি আরও বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু সংক্রমণ কমাতে ও জীবন বাঁচানোর জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button