জাতীয়

করোনার উপসর্গ নিয়ে বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (বিসিএসআইআর) রাজশাহীর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

আসাদুল ইসলাম রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত আকরাম হোসেন।

আসাদুল ইসলামের নিকটাত্মীয় নাজমুল হক গণমাধ্যমকে বলেন, কয়েকদিন ধরে আসাদুল ইসলামের জ্বর-সর্দি-কাশি ছিল। তাই তিনি বাড়িতেই ছিলেন।

গত বৃহস্পতিবার থেকে শুরু হয় ডায়রিয়া। সেদিন তিনি বাথরুমে পড়ে যান। এরপর তাকে দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে বলেন, আসাদুল ইসলাম করোনা আক্রান্ত থাকতে পারেন ভেবে আগেই তার নমুনা নেয়া হয়েছে। কিন্তু পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই তিনি মারা গেলেন।

তার মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের স্বেচ্ছাসেবকরা মরদেহ দাফন করবে। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে?

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button