আন্তর্জাতিক

কাশ্মীরে কোনো গুলি চলেনি, কারও মৃত্যু হয়নি: অমিত শাহ

কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা লোপের ফলে কাশ্মীরের উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে বলে দাবি করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শান্তিপূর্ণ ভাবে উন্নয়নের পথে হাঁটছে কাশ্মীর। তিনি বলেন, সংসদে কংগ্রেস নেতারা দাবি করেছিল- কাশ্মীরে অনেক রক্তপাত হবে। কিন্তু কিছুই হয়নি। কাশ্মীরে কোনো গুলি চলেনি। কারও মৃত্যুও হয়নি।

জঙ্গিদের দিন শেষ হয়ে এসেছে দাবি করে তিনি আরও বলেন, দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন সর্দার পটেল। কিন্তু কাশ্মীর তার বাইরে থেকে গিয়েছিল। সংবিধানের ৩৭০ ধারা লোপ করে নরেন্দ্র মোদি কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেছেন। তিনি পটেলের স্বপ্নপূরণ করেছেন।

এদিকে, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশেষ মর্যাদা বাতিলে কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। এর মধ্য দিয়ে পুরো বিশ্বে বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের সম্মান ম্লান হয়েছে বলেও মনে করেন তিনি। কাশ্মীরে জমি কেনা প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কাশ্মীরের বাসিন্দাদের। এছাড়া জম্মু কাশ্মীরের রাজনৈতিক নেতাদের গ্রেফতার করায় সরকারের কঠোর সমালোচনা করেন অর্মত্য সেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button