আন্তর্জাতিক

চীন সরকারের সঙ্গে বিরোধের পর ‘নিখোঁজ’ জ্যাক মা

চীন সরকারের সঙ্গে বিরোধের পর গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তার নিখোঁজ হওয়ার পেছনে চীন সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কিছুদিন আগে একটি ট্যালেন্ট শো’তে বিচারক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল চীনা ধনকুবের জ্যাক মা’র। কিন্তু রহস্যজনকভাবে সেখানে উপস্থিত হননি তিনি। পরে সেই ট্যালেন্ট শো’র ওয়েবসাইট থেকে জ্যাক মা’র সব ছবিও সরিয়ে ফেলা হয়।

এই প্রসঙ্গে আলিবাবার এক কর্মকর্তা জানান, ওই সময়ে ব্যস্ত থাকার কারণে জ্যাক মা বিচারকের প্যানেলে উপস্থিত থাকতে পারেননি। যদিও তার এই বক্তব্য মানতে পারছেন না অনেকেই।

সম্প্রতি চীনা সরকারে বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন জ্যাক মা। শি জিনপিং প্রশাসনের নতুন ব্যাংক নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরই আলিবাবার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করতে থাকে বেইজিং। গত নভেম্বরে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, জ্যাক মা’র বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে চীন সরকার। বড়দিনের ঠিক আগে আলিবাবা গ্রুপ হোল্ডিং নিয়ে তদন্তের আদেশ দেওয়া হয়। জ্যাক মা’র আরেক কোম্পানি অ্যান্ট গ্রুপের ব্যবসাও গুঁটিয়ে আনতে বলা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button