আন্তর্জাতিক

ঝড়ের কবলে এয়ার ইন্ডিয়ার দুই বিমান, অল্পের জন্য রক্ষা

মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান। ওই ঘটনায় একটি বিমানের সামান্য ক্ষতি হয়। অন্য বিমানের এক কেবিন ক্রু আহত হন। সংবাদ সংস্থা পিটিআইর বরাত দিয়ে এনডিটিভি জানায়, ঘটনা দুটি বিমান সংস্থাটির সুরক্ষা বিভাগকে জানানো হয়েছে। তারা এর তদন্ত শুরু করেছে।

শুক্রবার বিমানবন্দর থেকে ১৭২ জন যাত্রী নিয়ে কোচি হয়ে দিল্লি থেকে ত্রিভান্দ্রমগামী রওনা হওয়া একটি বিমান মাঝ আকাশে ঝোড়ো আবহাওয়ার মধ্যে পড়ে। তবে সৌভাগ্যবশত বিমানের সব যাত্রীই নিরাপদে রয়েছেন। তবে একটি বিমানের কিছু ক্ষতি হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, যদিও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে এয়ারবাস-এ ৩২১ বিমানটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। বিমানটি অবতরণ করার পরে  ভালো করে এর পরিদর্শন করা হয়। ফলে বিমানটি প্রায় চার ঘণ্টা দেরিতে ছাড়ে।

এর আগে ১৭ সেপ্টেম্বর দিল্লি থেকে বিজয়ওয়াড়ার উদ্দেশে রওনা হওয়া একটি বিমানও ঝড়ের মুখে পড়ে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মাঝ আকাশেই বজ্রপাতে এয়ারবাস- এ ৩২০ বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন ওই বিমানের এক কেবিন ক্রু।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, ক্রু সদস্যদের পরীক্ষা করা হচ্ছে। আর খাবারের ট্রে বিমানের ভেতরে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এয়ার ইন্ডিয়া এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button