সারাদেশ

বেতনের দাবীতে সিইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ইপিজেডে শ্রমিকরা বিক্ষোভে নেমেছে। পাশাপাশি করা হয় সড়ক অবরোধ।

বেতন ভাতা পরিশোধের দাবিতে ইপিজেডের পদ্মা ওয়্যারস লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে ।

শ্রমিক কল্যাণ সমিতির সদস্য মো.ওবাইদুল ইসলাম বলেন, সরকার ১৬ তারিখের মধ্যে সম্পূর্ণ বেতন পরিশোধ করতে বললেও এখনও পরিশোধ করেননি। মালিক পক্ষ বলছে ১৯ তারিখের পর বেতন ভাতা পরিশোধের চিন্তা ভাবনা করবে। এনিয়ে বেপজা থেকেও কোন কিছু বলা হচ্ছে না। আমাদেরকে পুলিশ মেরে বের করে দিয়েছে। কোন ভাবে মালিকপক্ষ শ্রমিক নেতাদের সাথে কথা বলছে না। শুধু বলছে আমাদের যখন টাকা হবে আমরা তখন বেতন ভাতা পরিশোধ করবো।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছিল। মালিক পক্ষ ১৮ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button