আন্তর্জাতিক

নিউ ইয়র্কের গভর্নরকে পদত্যাগের আহ্বান বাইডেনের

নিউ ইয়র্কের গর্ভনর অ্যান্ড্রু কুমোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয় তার পদত্যাগ করা উচিত। রাজ্য সরকার হয়তো তাকে অভিশংসন করবেন। আমি জানি না কি হতে যাচ্ছে। আমি পুরো তথ্য পড়ে দেখিনি েএখনও।
একাধিক নারী হয়রানির অভিযোগ রয়েছে কুমোর বিরুদ্ধে। একটি নিরপেক্ষ তদন্তে বিষয়টি বেরিয়ে এসেছে। রাজ্যের অ্যাটর্নি  জেনারেল ল্যাটিনা জেমস জানিয়েছেন, একাধিক আইন ভঙ্গ করেছেন কুমো।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কুমো। তিনি বলেন, তিনি অপ্রাসঙ্গিকভাবে কাউকে অফিসে স্পর্শ  করেননি।
গত বছর একাধিক নারী তার বিরুদ্ধে এমন অভিযোগ তুললে অ্যটার্নি জেনারেলের নেতৃত্বে েএকটি তদন্ত কমিটি গঠন করা হয়। তারা পাঁচ মাসে প্রায় ২৯৯ মানুষের সঙ্গে কথা বলেন। ১০ হাজারেরওবেশি নথিপত্র জমা করেন। ল্যাটিনা জেমস বলেন,  আমরা স্বাধীন তদন্দের পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে অ্যান্ড্রু কুমো একাধিক নারীকে যৌন হয়রানি করেছেন।
কুমোর বিরুদ্ধে অফিসে পরিবেশ নষ্ট করারও অভিযোগ রয়েছে। তদন্ত দলের সহ-প্রধান ‍জুন কিম বলেন, ‘অফিসে এমন রীতিইশুরু হয়ে গিয়েছিল যে গভর্নরের অনৈতিক প্রস্তাব কেউ নাকচ করলে তার পরিণতি ভয়াবহ হতো।
নিউ ইয়র্কের সিনেটর চাক  ‍শুমার ও ক্রিস্টেন গিলিবার্ডও তার পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
সূত্র: বিবিসি

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button