আন্তর্জাতিক

ভারতীয় চপার ছেড়ে চীনা গাড়িতে শি

চেন্নাই ভ্রমণের সময় ভারতে পৌঁছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতীয় চপারে না চড়ে নিজেদের তৈরি বিলাসবহুল গাড়ি ‘হোংছি’তে করে পর্যটক নগরী মহাবলীপুরমে যান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা বিষয়ক নীতিগত সিদ্ধান্তের কারণে এভাবে ‘বাইরোডে’ তিনি শহরটিতে যান।

চেন্নাই থেকে মহাবলীপুরমে পৌঁছাতে শি ৫৭ কিলোমিটার রাস্তা পাড়ি দেন। সেখানে তিনি একটি হোটেলে থাকছেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ‘হোংছি’ গাড়ি। ‘হোংছি’র বাংলা অর্থ লাল পতাকা।

শনিবার সকালে দুই নেতা তাজ ফিশারম্যানের কোভ রিসোর্ট অ্যান্ড স্পায় তাদের অনানুষ্ঠানিক বৈঠক সারেন। তারপর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়।

এবার দুই দেশের মধ্যে কোনো চুক্তি হচ্ছে না। সম্পর্ক আরও দৃঢ় করে গড়ে তোলা এবং মূল বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে মত-বিনিময় করাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য বলে জানা গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button