আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৩২০

ভারতে উদ্বেগ বাড়িয়ে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমিত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার তিনশ ২০ জন। মৃত্যু হয়েছে ৯৫ জনের। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে ভারতে করোনায় মোট আক্রান্ত ৫৯ হাজার ছয়শ ৬২ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার নয়শ ৮১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার আটশ ৪৭ জন।
করোনার জেরে সেদেশের অর্থনীতি জোর ধাক্কা খাবে বলে মনে করছে বণিকসভা সিআইআই। অর্থনীতিকে চাঙ্গা করতে ১৫ লাখ কোটি টাকার আর্থিক সহায়তার দাবি জানিয়েছে সংস্থাটি।
‘বন্দে ভারত মিশনে’ লকডাউনের জেরে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে। ইতিমধ্যেই ছয়টি ফ্লাইটে দেশে ফিরেছেন বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়রা।
পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্যের বিরুদ্ধে ‘অসহোযোগিতা’র অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিঠিতে তিনি লেখেন, “ঘরে ফিরতে মুখিয়ে রয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। কিন্তু তাদের বাড়ি ফেরা প্রসঙ্গে বাংলা সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে না। রাজ্যে ট্রেন প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এটা বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রতি অবিচার।”
করোননাভাইরাসে পশ্চিমবঙ্গে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮। বাংলায় নতুন করে করোনা সংক্রমিত ১৩০ জন। এ রাজ্যে কোভিড ১৯ পজিটিভ কেসের সংখ্যা ১ হাজার ১৯৫। মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ছয়শ ৭৮। সুস্থ হয়েছেন তিনশ ২৩ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button