আন্তর্জাতিক

ভুল করে নিজেদের শহরেই রকেট হামলা চালালো ইসরায়েল

হেলিকপ্টার থেকে ভুল করে নিজেদের একটি শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।  তবে নিজেদের শহর লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী যে রকেটটি নিক্ষেপ করেছে তা বিস্ফোরিত হয়নি বলে জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শহরের যেখানে রকেটটি পড়েছে সেখানে তা বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

মাত্র কয়েকদিন আগেই ইসরায়েলি বাহিনী লেবানন সীমান্তে ভুল করে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করে।  এবার গাজায় একের পর এক হামলার মধ্যেই নিজেদের একটি শহরেই রকেট ছুড়ল ইসরায়েল।

বিশ্লেষকদের ধারণা, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাল্টা হামলার ভয় থেকে সৃষ্ট অস্থিরতার কারণে ইসরায়েলি সেনারা এ ধরণের ভুল করছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button