আন্তর্জাতিক

মহাকাশে হোটেল স্থাপন করবে যুক্তরাষ্ট্র, ঘুরবে নাগরদোলার মতো!

মহাকাশে আমোদ-প্রমোদের জন্য হোটেল চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘দ্য গেটওয়ে ফাউন্ডেশন’ নামের একটি স্টার্ট আপ সংস্থা। ২০২৭-এর মধ্যে ওই হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে তারা। সম্প্রতি মহাকাশের সেই হোটেল দেখতে কেমন হবে তার ধারণা সম্বলিত ভিডিও প্রকাশ করেছে ওই সংস্থা।

‘দ্য গেটওয়ে ফাউন্ডেশন’ নামের একটি স্টার্ট আপ সংস্থা জানিয়েছে, মহাকাশে যারা ঘুরতে যাবে তাদের কয়েক দিনের আমোদ-প্রমোদের জন্য এই হোটেল নির্মিত হবে।

ওই সংস্থা আরও জানিয়েছে, ভন ব্রন রোটেটিং স্পেস স্টেশনে হোটেল তৈরির পরিকল্পনা করেছে ‘দ্য গেটওয়ে ফাউন্ডেশন’ । সেখানে নাগরদোলার মতো ঘুরবে হোটেলের ২৪টি মডিউল বা কক্ষ। এই ঘূর্ণনের জেরে কৃত্রিম অভিকর্ষ বলও তৈরি হবে। যার জেরে পৃথিবীর মতোই হোটেলের ভিতর ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা।

২৪টি মডিউলের মধ্যে থাকবে বিভিন্ন রকমের সজ্জা। ১০০ জন অতিথি থাকতে পারবেন সেখানে। ওই মডিউল গুলিতে থাকবে রেস্তোরাঁ, জিম, বার, কনসার্টের জায়গা, সিনেমা হল সব রকম বিনোদনের ব্যবস্থা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button