আন্তর্জাতিক

মাস্কের চেয়ে হিজাব বেশি কার্যকর: ট্রাম্প

মাস্কের চেয়ে হিজাব বেশি কার্যকর, বললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, তৈরির উপকরণের কারণে হিজাব ঘন। এটা মানুষের পুরোমুখ ঢেকে রাখে। এ কারণে এটা মাস্কের চেয়ে বেশি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। সিএনএন

নাগরিকদের মাস্ক পরার উপদেশ বিষয়ক আলোচনায় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট কর্মকর্তাদের বলেন, শিগগিরই মাস্ক পরার নতুন সুপারিশ করা হবে। তিনি বলেন, হিজাব মাস্কের চেয়ে বেশি কার্যকর- রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এটা সমর্থন করে না। এটা তার ব্যক্তিগত মতামত। মাস্ক না পাওয়া গেলে হিজাব পরা যেতে পারে।

সিডিসি বলেছে, স্বাস্থ্যকর্মীদের অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক পাওয়া না গেলে বাসায় তৈরি মাস্ক ব্যবহার করতে হবে।

ট্রাম্প বলেন, তিনি পুরো ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করেননি। এটা অতিরঞ্জিত করা হয়েছে। তিনি কয়েকটি দেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছেন। কিছু মানুষ এ বিধিনিষেধ না মেনে ভ্রমণ করছেন।

করোনায় দেশটিতে শুক্রবার পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৪৪২ জন সংক্রমিত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৯৮ জন। সুস্থ হয়েছে ১০ হাজার ৪১১ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button