আন্তর্জাতিক

‘ভয়ানক পরিণতির কথা ভেবেই ইরানে হামলা চালাননি ট্রাম্প’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তার দেশে অনুপ্রবেশকারী মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর এই ভয়ে পাল্টা হামলা চালায়নি যে এর ফলে বহু মানুষের প্রাণহানি ঘটবে বরং মার্কিন সেনাবাহিনী তাকে বুঝিয়েছিল যে তেহরানের ওপর হামলা চালানো হলে এর ভয়ানক পরিণতি ভোগ করতে হবে।

গতকাল বুধবার মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেন, যখন মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় তখন ইরানের ওপর তৎক্ষণাৎ পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সেনাবাহিনী ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের ওপর হামলা চালানো হলে এর পরিণতি বিশেষ করে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, যেসব দেশে প্রতিরোধকামী সংগঠনগুলো সক্রিয় আছে তাদের কাছ থেকে কি প্রতিক্রিয়া আসতে পারে সে বিষয়ে তাকে ব্রিফিং করেন।

তিনি বলেন, সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারবেন না। শত শত মানুষের প্রাণহানি ঘটবে-এই অজুহাতে তিনি হামলা চালান নি বলে ট্রাম্প যে দাবি করেছেন তা ডাহা মিথ্যা বলে জানান তিনি।  সূত্র : পার্সটুডে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button