বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোন ব্যবহার করেন শাওমি সিইও!

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহ-প্রতিষ্ঠাতা লেই জুন আইফোন ব্যবহার করেন। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এক পোস্টে বিষয়টি ধরা পড়ে। খবর গ্যাজেটসনাউ।

জুন যখন তার পোস্টে কিছু বইয়ের রিকমেন্ডেশন দেন তখন সেটি আইফোন ব্যবহার করে দেয়া হয়েছে বলে চিহ্নিত করেছে উইবো। পরে পোস্টটি মুছে ফেলা হয়, যদিও তার আগেই অনেক ব্যবহারকারী স্ক্রিণশট নিয়ে রেখেছেন।

তবে শাওমি ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের পার্টনার পান জিউতাং বলেন, যদি একটি মোবাইল ফোন কোম্পানির সিইও কিংবা পণ্য ব্যবস্থাপক অ্যাপল, স্যামসাং কিংবা প্রতিযোগি কোম্পানির ডিভাইস ব্যবহার না করেন তাহলে সেটি বেশি হাইপোক্রিটিক্যাল হয়ে যাবে। এছাড়া নিজেদের উদ্ভাবনে গুরুত্ব দেয়া হবে না।

রিপোর্টে আরও বলা হয়, কোম্পানির কোনো কর্মীকেই আইফোন ব্যবহারে নিষেধ করা হয়নি।

এক স্মার্টফোন কোম্পানির শীর্ষস্থানীয় ব্যক্তি অন্য কোম্পানির ডিভাইস ব্যবহার করেছেন, এটিই প্রথম নয়। এর আগেও রিয়েলমি সিইও, অ্যান্ড্রয়েডের ব্র্যান্ড অ্যাম্বেসেডর, স্যামসাংয়ের কর্মকর্তাদেরও আইফোন কিংবা অন্য ব্র্যান্ডের ফোন ব্যবহার করতে দেখা গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button