আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

একদিনের ব্যবধানে শীর্ষ ধনীর মুকুট ফিরে পেলেন বেজোস

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ফের শীর্ষস্থানে ফিরলেন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জেফ বেজোস। এর আগে প্রতিষ্ঠানটির শেয়ারের দরপতনের কারণে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস চলে গিয়েছিলেন শীর্ষস্থানে। কিন্তু একদিনের ব্যবধানে ফের শীর্ষস্থান ফিরে পেলেন বেজোস।

শনিবার (২৬ অক্টোবর) দ্য ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শেয়ারবাজারে অ্যামাজনের শেয়ারমূল্য প্রায় ৭ বিলিয়ন ডলার কমে যায়। যার ফলে ১০৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়ায় বেজোসের সম্পদের পরিমাণ। এতেই ধনীদের তালিকার শীর্ষে চলে যান বিল গেটস। কিন্তু একদিনের ব্যবধানে অ্যামাজনের শেয়ারমূল্য বেড়ে যাওয়ায় বর্তমানে বেজোসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৯ বিলিয়ন ডলারে। আর পরের স্থানে চলে যাওয়া গেটসের সম্পদের পরিমাণ হচ্ছে ১০৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।

এর আগে ২০১৮ সালে গেটসকে হারিয়ে শীর্ষ ধনীর তকমা নিজের করে নেন বেজোস। তার আগে ২৪ বছর ধরে ধনীদের তালিকার শীর্ষে ছিলেন গেটস। একইসঙ্গে বেজোসই বিশ্বে প্রথম ব্যক্তি যার সম্পদের পরিমাণ ছিল ১৬০ বিলিয়ন ডলার।

১৯৯৮ সালে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার নিয়ে বেজস আমেরিকান ধনী হিসেবে বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তালিকায় জায়গা করে নেন।

আর গেটস বিলিয়নিয়ার হিসেবে ফোর্বসের তালিকায় স্থান পান ১৯৮৭ সালে। তখন তার সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button