বিজ্ঞান ও প্রযুক্তি

এবার এলো কমদামে রিয়েলমির ৬৪ মেগা পিক্সেল এর মোবাইল ফোন

প্রযুক্তি ডেস্কঃ রিয়েলমি ৬ প্রো -তে অ্যান্ড্রইড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির রিয়েলমির স্কিন চলবে। এই ফোনে ৬.৬ ইঞ্চি এফডি+ 90Hz ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপ ড্রাগন ৭২০জি চিপসেট, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম স্টোরেজ। এছাড়াও এটি ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করে।

রিয়েলমি ৬ প্রোর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের ডুয়াল ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

ইন্টারনেট ও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.1, GPS/ A-GPS, NavIC, ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে ৪৩০০ mAh ব্যাটারি ও ৩০ ওয়াট ফাস্ট চার্জিং। রিয়েলমি ৬ প্রো -র ওজন ২০২ গ্রাম। বাংলাদেশের মোবাইল শপ গুলোতে এটি ২৬,০০০ থেকে ২৮,০০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button