বিজ্ঞান ও প্রযুক্তি

পৃথিবীর চারপাশে ঘুরছে আরেকটি চাঁদ, বিস্মিত বিশ্ববাসী!

পৃথিবীর চারপাশে একটি চাঁদ ঘোরে, এটা সবারই জানা। সম্প্রতি দ্বিতীয় ‘চাঁদের’ সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা, এ খবরে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নাসা অর্থায়িত মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান ক্যাটালিনা স্কাই সার্ভে’র গবেষক ক্যাসপ্যার ওয়ের্জকস ও টেডি প্রুনে গত ১৫ ফেব্রুয়ারি এটি প্রথম পর্যবেক্ষণ করেন। ক্যাসপ্যার ওয়ের্জকস বুধবার টুইট করেন, ‘দারুণ খবর! পৃথিবীর কক্ষপথে একটি গ্রহাণুর (সম্ভাব্য ক্ষুদ্র চাঁদ) সন্ধান পাওয়া গেছে। এটির নাম দেয়া হয়েছে ২০২০-সিডি৩।’

২০২০-সিডি৩ চাঁদ ব্যতীত পৃথিবীর কক্ষপথে আসা দ্বিতীয় গ্রহাণু এটি। এর আগে আরেকটি গ্রহাণু ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে ২০০৭ সালের জুন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে ছিল; সেটির নাম ‘২০০৬- আরএইচ ১২০’। এমনটাই জানালেন ক্যাসপ্যার ওয়ের্জকস। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সম্প্রতি খোঁজ পাওয়া গ্রহাণুটি ৩ বছর আগে পৃথিবীর কক্ষপথে অবস্থান নেয়।

ধারণা করা হচ্ছে, গ্রহাণুটির ব্যাসার্ধ ৬-১১ মিটারের মধ্যে। গ্রহানুটির চাঁদের মতো চিরস্থায়ী হবার সম্ভাবনা খুবই কম। এর আসল কারণ হচ্ছে- নিজ আবর্তনের কক্ষপথে গ্রহানুটি স্থিতিশীল নয়।

/প্রিয় কম

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button