আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

প্রথম বাংলাদেশি হিসেবে নাসায় এটলাস তৈরি করলেন অনন্যা

এবার প্রথম বাংলাদেশি হিসেবে নাসায় ‘ওরায়ণ নেবুলা’ নামে একটি তারকা গুচ্ছের এটলাস তৈরি করেছেন তানিমা তাসনিম অনন্যা।

জানা গেছে, এটি তিনি হাবল টেলিস্কোপের সাহায্যে তৈরি করেন। তার গবেষষণার বিষয়টি ছিল এক্স-রে দ্বারা বিগত সাড়ে ১২ বিলিয়ন বছরে এই ধরনের সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের একটি সেনসাস তৈরি করা। এই সেনসাস তৈরি করতে তিনি একটি নিউরাল নেটওয়ার্ক কোড করেন।

ড. অনন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রের ডার্টমুথ কলেজে একজন পোস্টডক্টোরাল রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছেন। এছাড়া ইউরোপিয়ান নিউক্লিয়ার রিসার্চ সেন্টারেও তিনি কাজ করেছেন।

অনন্যা যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করে পিএইচডি লাভ করেন। তার পিএইচডির অংশ হিসেবে জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্সেও ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেন।

এছাড়া নাসার মেধাবী এই গবেষক ইয়েলে পড়াকালীন লি পেজ অ্যাওয়ার্ড এবং অ্যালেন জে ব্রোমলি ফেলোশিপ অ্যাওয়ার্ডও লাভ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button