বিজ্ঞান ও প্রযুক্তি

রাত পৌণে ১২টা থেকে চন্দ্রগ্রহণ

চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ শুক্রবার (৫জুন) রাতে। বাংলাদেশের আকাশ থেকেও এটি খালি চোখে দেখা যাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১১টা ৪৫ মিনিটে এই গ্রহণ শুরু হবে, শেষ হবে রাত ৩টা ৪ মিনিটে। চন্দ্রগ্রহণের স্থায়িত্ব হবে ৩ ঘণ্টা ১৮ মিনিট।বাংলাদেশ ছাড়াও ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিশেষ কিছু এলাকা, ও অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এ চন্দ্রগ্রহণ।

মার্কিন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম আর্থ স্কাই জানিয়েছে, ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত তিনটি গ্রহণ দেখা যাবে, যার দুটি চন্দ্রগ্রহণ একটি সূর্যগ্রহণ। এর প্রথমটি আজ শুক্রবার হবে চন্দ্রগ্রহণ। ২১ জুন হবে সূর্যগ্রহণ, যা আফ্রিকা, দক্ষিণ-পূর্ব ইউরোপ ও এশিয়া মহাদেশ থেকে দেখা যাবে। আর তৃতীয় চন্দ্রগ্রহণ হবে ৫ জুলাই, যা উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যাবে।

সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো আলাদা সতর্কতার প্রয়োজন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খালি চোখেই এই গ্রহণ দেখা যাবে এবং তাতে চোখের ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে ভালোভাবে গ্রহণ উপভোগ করা যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button