বিজ্ঞান ও প্রযুক্তি

সস্তা হল এই দুই Nokia স্মার্টফোন, নতুন দাম দেখে নিন

সস্তা হল Nokia 2.2 আর Nokia 3.2। 6,599 টাকা আর 7,499 টাকা দামে এই ফোন পাওয়া যাবে। এতদিন Nokia 2.2 কিনতে 7,699 টাকা আর Nokia 3.2 কিনতে 7,999 টাকা খরচ হতো। অর্থাৎ Nokia 3.2 এর দাম 500 টাকা আর Nokia 2.2 এর দাম 1,100 টাকা কমেছে।

সস্তা হয়ে Nokia 2.2 ফোনের দাম শুরু হচ্ছে 6,599 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 2GB RAM + 16GB স্টোরেজ। 3GB RAM + 32GB স্টোরেজে Nokia 2.2 কিনতে 7,599 টাকা খরচ হবে। কালো আর স্টিল রঙে Flipkart আর Nokia স্টোর থেকে এই ফোন পাওয়া যাবে।

Nokia 3.2 এর দাম শুরু হচ্ছে 7,499 টাকা থেকে। এই ফোনের বেস ভেরিয়েন্টেও 2GB RAM + 16GB স্টোরেজ থাকছে। 3GB RAM + 32GB স্টোরেজে Nokia 3.2 কিনতে 8,499 টাকা খরচ হবে।

ট্রিপল রিয়ার ক্যামেরা, চোখ ধাঁধানো ডিসপ্লে সহ ভারতে এল Nokia 6.2

Nokia 2.2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 2.2 ফোনে থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 2.2 ফোনের পিছনে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি আর 5W চার্জিং।

Nokia 3.2 স্পেসিফিকেশন

Nokia 3.2 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Nokia 3.2 ফোনে থাকবে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি Snapdragon 429 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 3.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 3.2 তে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটির জন্য Nokia 3.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM রেডিও, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button