আইন-আদালত

করোনা: ৬০ কোটি টাকা চান আইনজীবীরা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় আইনজীবীদের জন্য ৬০ কোটি টাকা চেয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আইনমন্ত্রী আনিসুল হকের কাছে দেওয়া এক চিঠিতে আইনজীবীদের জন্য এ টাকা দিতে অনুরোধ জনিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সম্প্রতি পাঠানো ওই চিঠিতে বলা হয়, করোনাজনিত কারণে দেশের বিদ্যমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় বিজ্ঞ আইনজীবীরা পেশা পরিচালনা করতে না পারায় কঠিন অবস্থার মধ্যে দিন যাপন করছেন।

আইনজীবীরা কোর্ট ফি দেওয়ার মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিজ্ঞ আইনজীবীরা কঠিন অবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অন্য আইনজীবী সমিতির সদস্যদের কল্যাণার্থে সরকারের তহবিল থেকে ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য আপনার (আইনমন্ত্রী) মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করা যাচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button