আন্তর্জাতিক

করোনা: ইসরায়েলের সাবেক ধর্মীয় প্রধানের মৃত্যু

ইসরায়েলের সেফার্ডিম (মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা) ইহুদীদের সাবেক ধর্মীয় প্রধান ইলিয়াহু বকশি-দরন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তার মৃত্যুতে শোক জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট ও দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়েছে, গতকাল রোববার গভীর রাতে জেরুজালেমের একটি হাসপাতালে করোনাভাইরাসের কারণে শ্বাসকষ্টে মৃত্যুবরণ করেন ইলিয়াহু বকশি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত সেফার্ডিম শীর্ষ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এই ধর্মীয় নেতার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, ‘দুঃখজনকভাবে, করোনাভাইরাসের কারণে ইলিয়াহু বকশি-দরনের জীবনাবসান হয়েছে। চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হয়েছে।’

গতকাল পর্যন্ত ইসরায়েলে করোনাভাইরাসে মোট ১১ হাজার ১৪৫ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১০৩ জনের।

সুত্রঃ এ ফপি(ইসরায়েল)

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button