বিজ্ঞান ও প্রযুক্তি

ড্রোনের মাধ্যমে পৌঁছে যাবে ঔষধ

ড্রোনের মাধ্যমে ঔষধ পৌঁছে দেবার সেবা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কুরিয়ার কোম্পানি ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস)। মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিএস হেলথ কর্পোরেশনের সঙ্গে ঔষধ সরবরাহের কাজ করবে তারা।

সিভিএস এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুত ঔষুধ ডেলিভারি পেলে গ্রামাঞ্চলের মানুষেরা উপকার পাবে। ইউপিএসের ড্রোনগুলো পাঁচ পাউন্ড পর্যন্ত বহন করতে পারবে। নির্দিষ্ট রুটে উড়ে বাড়িতে ঔষুধের প্যাকেট পৌঁছে দেবে। এটির মাধ্যমে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই রোগীকে ঔষধ পাঠানো সম্ভব হবে।

ইউপিএস জানিয়েছে, ইতোমধ্যে সরকারি প্রকল্পের আওতায় সীমিতভাবে নর্থ ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে ১১শ’ চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউটাহ হসপিটালেও এ সেবা চালু করা হবে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে ড্রোন চালানোর ছাড়পত্রও পেয়েছে ইউপিএস। তবে তারা কবে থেকে পুরোপুরি ড্রোন দিয়ে ডেলিভারি সেবা দেবে তা জানা যায়নি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button