লিড নিউজ

পদ্মা সেতুতে পরীক্ষামূলক আলোক প্রজ্বালন

পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে মূল সেতুতে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়েছে। আজ শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে দিকে মূল সেতুর ২ ও ৩নং মডিউলের ১২-১৯ নং পিলারের চারটি বাতিতে পরীক্ষামূলকভাবে আলো জ্বালানো হয়।

মূল সেতুতে ল্যাম্পপোস্ট রয়েছে ৪১৫টি, পাশাপাশি দুই পাড়ের সংযোগ সড়কে বসবে আরও দুইশ ল্যাম্পপোস্ট। এরই মধ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে পল্লীবিদ্যুৎ থেকে ৮০ কিলোওয়াট সম্পন্ন বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে।

পদ্মা বহুমুখী সেতুর প্রকৌশলীসূত্রে জানা যায়, মূল সেতুতে বসবে ৪১৫টি ল্যাম্পপোস্ট। এসব ল্যাম্পপোস্টে বিদ্যুতের ক্যাবলের সংযোগের কাজ শেষ পর্যায়ে। এর মধ্যে আজ ২৪টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক আলো জ্বলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মূল পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার জানান, সব কাজই এগোচ্ছে সমান তালে। দিনরাত কাজ চলছে। রোডমার্কিংয়ের কাজ অর্ধেক শেষ হয়েছে। বৃষ্টি থাকলে রোডমার্কিংয়ের কাজ হয় না। সেতুতে প্রতিটি ল্যাম্পপোস্টে বিদ্যুতের ক্যাবল লাগানো হচ্ছে। এক সপ্তাহের মধ্যে সেই কাজ শেষ হবে। এরপরই পরীক্ষামূলকভাবে সব ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button