লিড নিউজ

বিশ্বে মৃত্যু ৪৬ লাখ ৬৯ হাজার

কভিড-১৯ মহামারিতে বিশ্বে এ পর্যন্ত ৪৬ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ কোটি ৬৯ লাখের ওপরে।

শুক্রবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

তথ্যে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২২ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৯৫০ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৬ লাখ ৬৯ হাজার ৩০০ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন চার কোটি ১৭ লাখ ৮২ হাজার ১৪৭ জন এবং মারা গেছেন ছয় লাখ ৬৯ হাজার ৯৮৮ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৩২৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৩ হাজার ৯২৮ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৬৯ হাজার ১৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ৮৯ হাজার ২৪৬ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেয়া হয়েছে ৫৮০ কোটি ৭২ লাখ ১১ হাজার ৪৯৯ ডোজ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button