চট্টগ্রাম বিভাগসারাদেশ

করোনার উপসর্গে সিভাসু কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা কামাল মারা গেছেন।

বুধবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

মৃত মোস্তফা কামাল সিভাসু’র হাটহাজারী ক্যাম্পাসে সহকারী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার শারীরিকভাবে অসুস্থাবোধ করায় তাকে সীতাকুন্ডের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘন্টা দুয়েক তাকে অক্সিজেন দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউ সার্পোটে নিয়ে যাওয়া হয়। সেখানে বুধবার তার মৃত্যু হয়।

৪১ বছর বয়সী মোস্তফা কামালের করোনার উপসর্গের পাশপাশি ডায়াবেটিক রোগেও ভুগছিলেন। গত রোববার তার নমুনা করোনা শনাক্তকরণ পরীক্ষা জন্য দেওয়া হয়েছিল। তবে এখনও রির্পোট পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভাসু’র উপ-পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) খলিলুর রহমান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button