বরিশাল বিভাগসারাদেশ

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির কচ্ছপ

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির বড় আকারের একটি কচ্ছপ। বৃহস্পতিবার সকাল আটটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে একটু পূর্ব দিকের  বালিয়ারিতে স্থানীয় লোকজন প্রথমে কচ্ছপটি দেখতে পায়। কচ্ছপটির ডান পায়ে ক্ষত ছিল। আনুমানিক ২০ কেজি ওজনের এই কচ্ছপটি দেখতে সৈকতে ভীড় জমায় স্থানীয় লোকজনসহ পর্যটকরা।
স্থানীয় জেলে বেলাল জানান, কচ্ছপটি মনে হয় কোন জেলের জালে আটকা পড়েছিল। জাল ছিঁড়ে মুক্ত হওয়ার সময় পায়ে আঘাত পেয়েছে।  পায়ে ব্যাথা পেয়ে অসুস্থ্য থাকায় কারনে  ঢেউয়ের তোড়ে গভীর সাগর থেকে
তীরে ভেসে এসেছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহামুদ হোসেন মোল্লা জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে অসুস্থ্য কচ্ছপটির পরিচর্যায় উদ্যোগ নেয়া হয়েছে। কচ্ছপটি এখন নড়াচড়া করতে পারছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় বন বিভাগকে অবহিত করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button