লিড নিউজ

করোনাঃ দেশে নতুন আক্রান্ত ১১২, আরো একজনের মৃত্যু

দেশে নতুন করে ১১২ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এই সময়ে মারা গেছেন এক জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২১ জনে পৌঁছালো।

বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১২ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে।

এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এ তথ্য জানান।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মৃত্যুর সংখ্যা কমেছে এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে।  এর কারণ ব্যাখ্যায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের টেস্টের সংখ্যা বেড়েছে বিধায় আক্রান্তের হারটা বেড়েছে। আগে একটি ল্যাবে টেস্ট হতো, এখন প্রায় ১৬-১৭টা ল্যাবে পরীক্ষা হচ্ছে। সেকারণে আমরা আক্রান্তের হারটা বুঝতে পারছি।’

এসময় তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

অনলাইন স্বাস্থ্য বুলেটিনের বিস্তারিত জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক সানিয়া তহমিনা।  তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ৬ হাজার ২৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকালের তুলনায় নমনুা সংগ্রহ বেড়েছে ১০৯টি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button