লিড নিউজ

করোনায় বিশ্বে মৃত্যু ৩ লাখ ৪৫ হাজার, আক্রান্ত ৫৪ লাখের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে তিন লাখ ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫৪ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাড়ে ২১ লাখের বেশি মানুষ।
সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৭ হাজার ৭০১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪৫ হাজার ৬০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২১ লাখ ৬৮ হাজার ৫৬৪ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন এবং মারা গেছেন ৯৭ হাজার ৭২০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৭৩৬ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ৩ হাজার ৫৪১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৯৯ জন।
যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৭৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৯১৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৫১ জন।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ২১১ জন, মারা গেছেন ২২ হাজার ৬৬৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯১১ জন।
এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭৭২ জন, মারা গেছেন ২৮ হাজার ৭৫২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৮৫৮ জন, মারা গেছেন ৩২ হাজার ৭৮৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৪৭৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭০৯ জন, মারা গেছেন ২৮ হাজার ৩৭০ জন এবং সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৭৩৫ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৩২৮ জন, মারা গেছেন ৮ হাজার ২৮৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৮১ জন।
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭০১ জন, মারা গেছেন ৭ হাজার ৪১৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ৮০১ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৮২৭ জন, মারা গেছেন ৪ হাজার ৩৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৯৪ জন।
প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৩৬ জন, মারা গেছেন ৪ হাজার ২৪ জন এবং সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৬৯২ জন।
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৯৫ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৪৩ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩৩ হাজার ৬১০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৪৮০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button