লিড নিউজ

চীনের সাথে বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক স্বাক্ষর

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাসসহ চীনের সাথে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ।

২ দিনের সফরে আসা চীনের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ রোববার (৭ আগস্ট) সকাল সাতটায় শুরু হওয়া বৈঠক শেষে গণমাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় সহায়তা, সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন ও নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এছাড়া পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ সই হয়েছে।

শাহরিয়ার আলম জানান, দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়েছে। বৈঠকে কোভিড মোকাবেলায় বাংলাদেশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া আগামী ২-১ দিনের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরা চীন যাবার জন্য ভিসার আবেদন করতে পারবেন। চীনের বাজারে ৯৮ শতাংশ শুল্কমুক্ত থাকা বাংলাদেশের পণ্য আরও অতিরিক্ত ১ ভাগ শুল্কমুক্ত ঘোষণা করেছে চীন, যা কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।

প্রসঙ্গত, শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। আজ ঢাকা ছাড়লেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button