সারাদেশ

গাইবান্ধা রেলওয়ে স্টেশন পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি: ‘বাড়ি আমার গাড়ি আমার রাখছি পরিষ্কার, নোংরা করছি দেশের মাটি দেশটা তবে কার, এই শহর আমার এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার’ স্লোগানে গাইবান্ধা রেলওয়ে স্টেশন এলাকা পরিষ্কার কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় কর্মসূচিতে অংশ নেন- বিডি ক্লিনের প্রতিনিধি সুজন পাটোয়ারি ও ইসমে আজম প্রসন্ন, সদস্য রাইসা, লীন, মুগ্ধ, জীম, বিধান, তামিম, মানিক, শর্মি, বর্ণ, সাকিব, ইমরান, রাকিব, রিয়াদ, হিমন ও সুমন প্রমুখ।

কর্মসূচি চলাকালে রেলস্টেশন এলাকার ১৫ জন ব্যবসায়ী ও ৩০জন পথচারীকে যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্টস্থানে ফেলতে সচেতন করা হয়। কর্মসূচি শেষে ৩০ ব্যাগ ময়লা নির্দিষ্টস্থানে ফেলে দেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button