লিড নিউজ

শুক্রবার ফের শুরু বিধিনিষেধ

করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। শুক্রবার সকাল ৬টা থেকেই শুরু হবে এ বিধিনিষেধ। এবারের বিধিনিষেধ আগের তুলনায় বেশি কড়াকড়ি হবে। বিধিনিষেধ মানতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, “এবারের বিধিনিষেধ কঠোর থেকে কঠোরতর হবে।”

এর আগে ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ জুলাই সকাল থেকে বিধিনিষেধ শিথিল করে সরকার। কিন্তু বর্তমানে করোনাভাইরাস বিস্তার আরো বেড়ে যাওয়ায় জনগণের স্বাস্থ্য বিবেচনায় শুক্রবার সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত আরোপ করা এ কঠোর বিধিনিষেধে মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ থাকবে। তবে কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট খাত, খাদ্যপণ্য এবং কোভিড-১৯ প্রতিরোধে পণ্য ও ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিধি-নিষেধের বাইরে থাকবে। পাশাপাশি সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম, বিমার কার্যালয় ও পুঁজিবাজার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button