অর্থনীতি

আইসিসিবিতে পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে ১৬তম জাতীয় ফার্নিচার মেলা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

মেলায় দেশের নামকরা সব ফার্নিচার ব্র্যান্ড অংশগ্রহণ করেছে। মানসম্পন্ন ঘর সাজানোর পণ্য কিনতে দর্শনার্থীরা চলে আসতে পারেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে সিটির গুলনকশা ও রাজদর্শন হলে। মেলায় বিভিন্ন ফার্নিচার ব্র্যান্ড ২০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে।

মেলায় অংশ নেওয়া ওমেগা হোম সলিউশনের এক্সিকিউটিভ আদনান বলেন, মেলায় আমাদের পণ্য কিনলে গ্রাহকরা ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় পাবেন।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এ মেলার আয়োজন করেছে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কোনো প্রবেশ মূল্য দিতে হবে না দর্শনার্থীদের।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button